পাঠ্য বইয়ের সাধু ভাষারীতির রচনাকে চলিত ভাষারীতিতে রূপন্তর করা [৬ষ্ঠ শ্রেণীর বাংলা]









৩য় সপ্তাহ
৬ষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর
বিষয়ঃ বাংলা

অ্যাসাইনমেন্ট নম্বর; ০২
অধ্যায়ের নাম; দ্বিতীয় অধ্যায়- মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
অ্যাসাইনমেন্ট শিরোনাম; পাঠ্য বইয়ের সাধু ভাষারীতির রচনাকে চলিত ভাষারীতিতে রূপন্তর করা

পাঠ্য বইয়ের সাধু ভাষারীতির রচনাকে চলিত ভাষারীতিতে রূপন্তর করা

শিখনফল/ বিষয়বস্তু

বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য নিরূপণ করতে পারবে।

পাঠ্য বইয়ের সাধু ভাষারীতির রচনাকে চলিত ভাষারীতিতে রূপন্তর করা

৬ষ্ঠ শ্রেণীর ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে, যেখানে আবারও বাংলা বিষয়ের উপর দিয়েছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ । এনিয়ে দ্বিতীয়বারের মতো উক্ত বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট দিলো । এর আগে ১ম সপ্তাহে দিয়েছিল ৬ম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট ।

সমাধানের কাজ চলছে, অপেক্ষা করুন

আরও দেখুন; ৩য় সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২

এ্যাসাইনমেন্ট উত্তর সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন (এখানে ক্লিক করে)

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা

বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ৭ পৃষ্ঠার সাধু ও চলিত ভাষা’র আলােচনা পড়তে হবে।
পাঠ্যবই থেকে সততার পুরস্কার গল্পটি পড়তে হবে।

কাজের ধাপ:

  • সাধু ও চলিত ভাষারীতির ধারণা দিতে হবে।
  • ততার পুরস্কার গল্প থেকে দশটি বাক্য লিখে চলিত ভাষায় রূপান্তর করতে হবে।
  • লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার সর্বনামের পার্থক্য ছকে দেখাতে হবে।
  • লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার ক্রিয়ার পার্থক্য ছকে দেখাতে হবে।

সূত্র; ডিএসএইচই

Leave a Comment