প্রাণীর পরিচিতি ও শ্রেণীবিন্যাস উপস্থাপন [৮ম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর]









৩য় সপ্তাহ
৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর
বিষয়ঃ বিজ্ঞান

অ্যাসাইনমেন্ট নম্বর; ০১
অধ্যায়; প্রথম অধ্যায়, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস
অ্যাসাইনমেন্ট শিরোনাম; প্রাণীর পরিচিতি ও শ্রেণীবিন্যাস উপস্থাপন

প্রাণীর পরিচিতি ও শ্রেণীবিন্যাস উপস্থাপন

প্রাণীর পরিচিতি ও শ্রেণীবিন্যাস উপস্থাপন

৮ম শ্রেণীর ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যেখানে রয়েছে বিজ্ঞান বিষয় । প্রথমবারের মতো উক্ত ৮ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর দেওয়া হল অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ । তবে তৃতীয় অধ্যায় থেকে প্রণয়ন করা হয়নি, ৩য় সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট । প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে এই ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট । যার প্রশ্নের উত্তর খুঁজতেছে এখন ক্লাস ৮ এর শিক্ষার্থীরা ।

সমাধানের কাজ চলছে, অপেক্ষা করুন

শিখনফল/ বিষয়বস্তু

  • অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণিবিন্যাস করতে পারব
  • মেরুদণ্ডী প্রাণীর শ্রেণিবি ন্যাস করতে পারব

আরও দেখুন; ৩য় সপ্তাহের ৮ম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
এ্যাসাইনমেন্ট উত্তর সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন (এখানে ক্লিক করে)

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা

অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার ক্ষেত্রে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে

– ক) তােমার দেখা পরিচিত বিভিন্ন ধরনের অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীগুলাের মধ্যে অন্তত ৪টি পর্বের ৪টি প্রাণীর নাম এবং প্রাণীগুলাের পর্বভিত্তিক বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে।
খ) তােমার তালিকার পর্বভুক্ত করা কোন কোন প্রাণীগুলােকে শ্রেণিকরণ করা যায় তা উল্লেখ করে তাদের বৈশিষ্ট্য লিখতে হবে। গ) তােমার তালিকাভুক্ত প্রাণীগুলাের কোনটি তােমার জীবনে কী কী প্রভাব (ইতিবাচক এবং নেতিবাচক) ফেলেছে সেগুলাে উল্লেখ করতে হবে।

তথ্যগুলাে নিচের ছক অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে।

প্রাণীর নাম পর্বের বৈশিষ্ট্য পর্ব শ্রেণীর বৈশিষ্ট্য শ্রেণী ইতিবাচক দিক নেতিবাচক দিক

Leave a Comment