একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক সূষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ [৯ম শ্রেণীর বিজ্ঞান উত্তর]









২য় সপ্তাহ
৯ম শ্রেণি অ্যাসাইনমেন্ট উত্তর
বিষয়ঃ বিজ্ঞান

একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক সূষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ

একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক সূষম খাদ্য তালিকা প্রস্তুতকরণ

প্রকাশ করা হয়েছে ৯ম শ্রেণীর ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, যেখানে মানবিক গ্রুপ থেকে বিজ্ঞান বিষয়ের উপর দিয়েছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ । উক্ত বিজ্ঞান বিষয়ের, প্রথম অধ্যায় ‘উন্নতর জীবনধারা’ থেকে দেওয়া হয়েছে মোট ৪ টি প্রশ্ন । যেগুলো হচ্ছে, খাদ্য উপাদানের ছক আকারে তৈরি তালিকা, একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন পাই চার্টের অংকন করে উপস্থাপন, তোমার খাদ্য তালিকা থেকে প্রান্ত ভিটামিনগুলোর নাম ও অভাবজনিত রোগগুলোর নাম এবং প্রতিকারের উপায় বর্ণনা খাদ্য তালিকায় প্রাপ্ত খনিজ পদার্থ এর নাম ও কাজ । উক্ত প্রশ্নের সঠিক উত্তর তথা ২য় সপ্তাহের ৯ম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে । কোথায় পাবে উত্তর? কিভাবে লিখতে হবে? এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ৯ম শ্রেণীর, বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের মাথায় । চিন্তার কোন কারণ নেই, নিচের অংশ হতে দেখা উত্তর দেখে, তোমরা খুব সহজেই করতে পারবে ।

৯ম শ্রেণীর বিজ্ঞান উত্তর

একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক সূষম খাদ্য তালিকা

3hgbT

4FHftj

5lgfTD

6N14rs

7gYTC

8Dtgdul

সৌজন্যে; বাংলা নিউজ এক্সপ্রেস (ধন্যবাদ প্রিয় ভাই)

শিখনফল/বিষয়বস্তুঃ

খাদ্য উপাদান ও আদর্শ খাদ্য পিরামিড ব্যাখ্যা করতে পারবে
ভিটামিনের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে
খাদ্য লবণের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে

আরও দেখুন; ১০ম শ্রেণি ইংরেজি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২

এ্যাসাইনমেন্ট উত্তর সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন (এখানে ক্লিক করে)

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা

নিচের ধাপগুলো বিবেচনা করে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে- সূত্র; www.dshe.gov.bd

➤ খাদ্য উপাদান অনুযায়ী ২৫টি খাদ্যের নাম ছক আকারে উপস্থাপন
➤ একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন একটি পাই চার্ট অংকন করে উপস্থাপন
➤ তোমার খাদ্য তালিকা থেকে প্রান্ত ভিটামিনগুলোর নাম ও অভাবজনিত রোগগুলোর নাম এবং প্রতিকারের উপায় বর্ণনা
➤ তোমার খাদ্য তালিকা থেকে কীকী খনিজ পদার্থ পাওয়া যায় তাদের নাম ও কাজ বর্ণনা

Leave a Comment