আমার সালাম জানিয়ে শুরু করছি আজকের পোস্টটি ❛আসসালামু আলাইকুম❜ যেখানে আমি শেয়ার করবো অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ । যা ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিচিয়াল ওয়েবসাইটে । গত ৭ ফেব্রুয়ারী, ২০২২ তারিখ রোজ রবিবারে প্রকাশ করা হয়েছে করা হয়েছে । ১ম সপ্তাহে ক্লাস ৮ তথা ৮ম শ্রেণীর দুটি বিষয়ে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ । যার মাঝে এই পোস্টের মাধ্যমে আমি ৮ম শ্রেণীর ১ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ দিবো । তাই তোমরা যারা, নতুন অষ্টম শ্রেণিতে উঠেছ এবং প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর পেতে চাও, তাঁরা মন দিয়ে সম্পন্ন পোস্টটি পড় ।
৮ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
আমরা জানি যে, যারা সদ্য সপ্তম শ্রেণী পাস করছে, তাঁরাই ৮ম শ্রেণীতে উঠেছে । অর্থাৎ তাঁদের কাছে উক্ত ৮ম শ্রেণী এখন একদম নতুন, নতুন শ্রেণী, নতুন বই এবং একই সাথে স্বাভাবিক ভাবে নতুন সিলেবাস । এখন পর্যন্ত এই ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা একটিও ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি । যার কারণ হচ্ছে, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস, হ্যাঁ এই করোনা ভাইরাসের নতুন সংস্করণ ওমিক্রন এসেছে । যার কারণেই বর্তমানে বাংলাদেশের সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে । এতে করে, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজ হিসেবে ৮ম শ্রেণীর শিক্ষার্থীর জন্য গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে । আমরা জানি যে, গণিত খুবই কঠিন ও জটিল একটি বিষয় । যে বিষয়ে প্রায় কম, বেশি সকল শিক্ষার্থীই দুর্বল হয়ে থাকে । এক ধরণের ভয় কাজ করে আমাদের দেশের শিক্ষার্থীদের গণিত বিষয়ের নাম শুনলে । যা দূরীকরণে প্রয়োজন ভালো করে পড়া এবং নিয়মিত অংক করা । এই পর্যায় ৮ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ দেওয়া হবে ।
দ্বিতীয় অধ্যায় : (মুনাফা) সরুল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার আন্তঃসম্পর্ক নির্ণয়
➥ উত্তর দেখুন এখানে ▶ Class 8 Math Assignment Answer 2022 ✓
৮ম শ্রেণীর ১ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
আমরা জানি যে, ৮ম শ্রেণীর সাধারণ গণিত বিষয়টি আবশ্যিক একটি বিষয়, যা সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে । উক্ত ৮ম শ্রেণীর গণিত বিষয়টি মোট ৩ টি অংশে বিভক্ত । যার প্রথম অংশে রয়েছে পাঠী গণিত, দ্বিতীয় অংশে বীজগণিত এবং তৃতীয় তথা শেষ অংশে রয়েছে জ্যামিতি । এর মধ্য হতে, ৮ম শ্রেণীর প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে পাঠী গণিত অংশ হতে । ৮ম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় হতে, মোট ১ টি প্রশ্ন দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট কাজের জন্য । যেখানে ৮ম শ্রেণী পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় খুললে মিলবে সেই প্রশ্ন । কিন্তু কথা হচ্ছে, সদ্য ৮ম শ্রেণীতে উঠা শিক্ষার্থীরা কিভাবে করবে, গণিতের ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ?
তাঁরা উত্তর কিভাবে করে, নির্ধারিত সময়ের মাঝে অ্যাসাইনমেন্ট জমা দিবে ? কারণ গণিত বিষয়ের ক্লাসই এখন পর্যন্ত শুরু হয়নি । তবে এই নিয়ে চিন্তার কিছু নেই, কারণ আমি দিবো তোমাদের ৮ম শ্রেণীর ১ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ । যা থেকে তোমরা কিছু ধারণা পাবে, এবং সেটাকে পুঁজি করে করবে ৮ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট । মনে রাখবে ভুলেও আমার দেওয়া ৮ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট উত্তর একদম হুবহু লিখবে না, মানে পুরোটা সম্পন্ন রূপে কপি করবে না । এতে করে একে তো তোমরা কিছু শিখতে পারবে না, এবং উক্ত অ্যাসাইনমেন্ট বাতিল করা হবে ।
অষ্টম শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর গণিত ২০২২
তুমি যদি অষ্টম শ্রেণির গণিতে কাঁচা হয়ে থাকো এবং ভবিষ্যৎতে পাকা হতে চাও । তাহলে তোমাকে অবশ্যই নিয়মিত গণিত করতে হবে । কারণ তুমি যে বিষয়ে ভালো পারো না, সেই বিষয়ে নিয়মিত পড়াশুনা করলে একদিন দেখবে সেই দুর্বলতা কেটে যাবে । তোমরা জানো যে, এমনিতে ১ থেকে ২ দিন স্কুলে না গেলে অথবা ক্লাস ফাঁকি দিলে অনেক পিছিয়ে যেতে হয় । কিন্তু এখন ক্লাসই হচ্ছে না, বন্ধ রয়েছে স্কুল, এমন সময়ে দেওয়া হয়েছে অষ্টম শ্রেণির গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট । তাই অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বলবো উক্ত গণিত অ্যাসাইনমেন্ট মন দিয়ে করবে, কোন রকম ফাঁকি দিবে না । তোমাদের জন্য আমি ইতোমধ্যেই অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ দিয়েছি । যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দেওয়া অষ্টম শ্রেণির গণিত পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে করা হয়েছে । এতে করে কোন প্রশ্নের উত্তর ভুল হবে না ইনশাআল্লাহ্ ।
অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন সমাধান ২০২২
অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ অতি যত্নসহকারে করা হয়েছে । যা ১ম সপ্তাহের কাজ হিসেবে দিয়েছিল ক্লাস ৭ এর শিক্ষার্থীদের জন্য । অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বলবো, প্রতিটি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশের পর তার আগে প্রতি প্রশ্নের দিকে লক্ষ্য করবে । আগে ভালো করে প্রশ্ন দেখবে এবং বুঝবে তারপর উত্তর লেখা শুরু করে । এতে কর ভুল হবার আশঙ্কা থাকে খুব কম, এবং একই সাথে ভুল হলেও আগেই বুঝা যায় । অষ্টম শ্রেণির প্রতিটি সপ্তাহের, প্রতিটি বিষয়ের অ্যাসাইনমেন্ট উত্তর পেতে, এই সাইটের সাথেই থাকুন । সকলের সুন্দর শিক্ষা জীবন কামনা করে আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ ।