প্রবাস বন্ধু রচনায় প্রতিফলিত সমাজ ও সস্কৃতির পরিচয় [১০ম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট]









৩য় সপ্তাহ
নতুন ১০ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর
বিষয়ঃ বাংলা

অ্যাসাইনমেন্ট নম্বর; ০২
অধ্যায়ের নাম; ৫ম অধ্যায়- প্রবাস বন্ধু
অ্যাসাইনমেন্ট শিরোনাম; প্রবাস বন্ধু রচনায় প্রতিফলিত সমাজ ও সস্কৃতির পরিচয়

প্রবাস বন্ধু রচনায় প্রতিফলিত সমাজ ও সস্কৃতির পরিচয়

প্রবাস বন্ধু রচনায় প্রতিফলিত সমাজ ও সস্কৃতির পরিচয়

৩য় সপ্তাহে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আবশ্যিক বিষয় বাংলার অ্যাসাইনমেন্ট দিয়েছে । অর্থাৎ ক্লাস ১০ এর বাংলা ১ম পত্র বিষয়ের উপর ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের নিধারিত কাজ দিয়েছে । যা দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে । যেখানে মোট ৪ টি প্রশ্ন দেওয়া হয়েছে বাংলা অ্যাসাইনমেন্টে । যা সামনের ১ সপ্তাহ তথা ৭ দিনের মাঝে সম্পন্ন করতে হবে । কোথায় এবং কিভাবে পাবেন ১০ম শ্রেণীর বাংলা ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২? চিন্তা কোন কারণ নেই, এখানেই দেওয়া হবে উক্ত বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর ।

সমাধানের কাজ চলছে, অপেক্ষা করুন

শিখনফল/ বিষয়বস্তু

৬.২: পরিচিত জগৎ ও নিজের অভিজতার বিষয় ব্যক্ত করতে পারবে।
১২.২ অপর জাতি, দেশ ও তার সংস্কৃতির প্রতি শ্রদ্ধার মনােভাব প্রকাশ করতে পারবে।

আরও দেখুন; ৩য় সপ্তাহের ১০ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ (সকল বিষয়ের)
এ্যাসাইনমেন্ট উত্তর সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন (এখানে ক্লিক করে)

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নিদেশনা

পাঠবই থেকে প্রবাস বন্ধু রাচনাটি পড়তে হবে।

কাজের ধাপ: সমাজ ও সংস্কৃতির ধারণা দিতে হবে। প্রবাস বন্ধু অবলম্বনে আফগানিস্তানের সমাজ ও সংস্কৃতির পরিচায় দিতে হবে। বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের সমাজ ও সংস্কৃতির তুলনা করতে হবে। প্রবাস বন্ধু রচনায় লেখকের যে রসবােধের পরিচয় পাওয়া যায়, তা লিখতে হবে।

সূত্র; ডিএসএইচই

Leave a Comment